ফিরে এল সাতফোড়ন পত্রিকা!
- sat phoron
- Jul 30
- 1 min read
সময় অনেক বদলেছে, তবুও কিছু নাম হৃদয়ে রয়ে যায়, সাতফোড়ন পত্রিকা তেমনই এক নাম, এক সময়ের সাহিত্যপ্রেমী পাঠকের মনের ঠিকানা।
এবার আবারও ফিরে এলাম নতুন রূপে, নতুন ভাবনায়, তবুও আগের সেই সাহিত্যিক অনুভব নিয়েই।
আমাদের লেখায় থাকছে নতুন ও প্রতিভাবান লেখকদের গল্প, কবিতা, প্রবন্ধ
বাংলা সাহিত্যের আলোচনাভিত্তিক লেখা
সংস্কৃতি, স্মৃতিকথা ও সময়ের সাহিত্যের সংলাপ
পুরোনো পাঠকদের জন্য কিছু চেনা ধারার ধারাবাহিকতা
আমরা চাই, সাহিত্যের এই যাত্রায় আপনি আমাদের সঙ্গে থাকুন লেখক, পাঠক কিংবা শুভাকাঙ্ক্ষী হিসেবে।

চলুন, সাতফোড়নের নতুন অধ্যায় একসাথে শুরু করি।
সাতফোড়ন পত্রিকা ॥ সাতেও আছে, সাথেও আছে
Comments