top of page
Search

📯💐🌸 লেখা আহ্বান || জুলাই সংখ্যা || নবকলেবর 🌸💐📯




🌐★সাত ফোড়ন বাংলা ই-পত্রিকা★🌐


।। জুলাই মাসে প্রকাশিত সংখ্যার নাম " নবকলেবর "।।


দেখতে দেখতে আপনাদের সকলের প্রিয় সাত ফোড়ন পত্রিকা পা রাখতে চলেছে তৃতীয় বর্ষে। যা আপনাদের সকলের এত ভালবাসা ছাড়া কোনদিনও সম্ভব হত না। তাই এই বর্ষপূর্তি-তে পত্রিকার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য।


এই সংখায় লেখার প্রধান বিষয় নতুন চিন্তাভাবনা এবং তা গ্রহন, খুদ্র পত্রিকার বিবর্তন ও পত্রিকার সেকাল একাল।


এছাড়া যে বিষয়গুলোতে লেখা নেওয়া হবে–


⭕ || ১. কবিতা ২. ছড়া ৩. অণুগল্প ৪. ছোটগল্প ৫. গল্প ৬. মায়ের চিঠি, খোকা খুকির চিঠি ৭. প্রবন্ধ ৮. আবেগের কলমে ৯. ছবি ও ধারণা ১০. মুক্তগদ্য ১১. ভ্রমণ কাহিনী ১২. প্রেমের গল্প ১৩. ক্যালিগ্রাফি ১৪. রান্না ও রেসিপি ১৫. ভৌতিক গল্প ১৬. রূপকথা ১৭.ফ্যাশন ও বিনোদন ||

⭕ ইত্যাদি।


🟡 এবারের সংখ্যায় লেখা দেওয়ার নিয়মাবলী 🟡


🔲 লেখা অবশ্যই টাইপ করে অথবা ডক ফাইলে পাঠাবেন।
🔲 কোনো বিষয়ের লাইন বা শব্দের কোনো সীমাবদ্ধ নেই।
🔲 যৌনতা সংক্রান্ত কোন লেখা আমাদের পত্রিকায় গ্রাহ্য করা হবে না।
🔲 লেখা অবশ্যই অপ্রকাশিত হওয়া জরুরী। প্রকাশিত কোনো লেখা গ্রহণযোগ্য নয়।
🔲 তবে কেউ যদি পূর্বে প্রকাশিত লেখা পুনরায় দেয় তবে সম্পাদক দায়ী থাকবেন না।
🔲 লেখার সাথে আপনার নাম, ছবি ও বিবরন দিতে ভুলবেন না।
🔲 সম্পাদক-এর সিদ্ধান্তই চূড়ান্ত।

লেখা প্রকাশিত হলে, সম্পাদকের প্রিয় কিছু লেখা সাত ফোড়ন এর পক্ষ থেকে পাবেন সন্মাননা পত্র। এ ছাড়াও বাৎসরিক সেরা লেখক, লেখিকা পেয়ে যাবেন পত্রিকার পক্ষ থেকে উপহার ও সন্মাননা পত্র।


১লা মে প্রকাশিত পত্রিকাটি সংগ্রহ করতে ক্লিক করুন





ম্যাগাজিনটি ওয়েবসাইটে ও অ্যান্ড্রয়েড অ্যাপ এ প্রকাশকাল: প্রতি মাসের ১লা তারিখ ।



পাঠিয়ে দিন আপনার পছন্দের লেখাটি 👇🏻


লেখা বা অন্য বিষয় জমা দেবার শেষ তারিখ ১৭ ( প্রতি মাসের )


📧আমাদের email id : satforonmagazine@gmail.com


📳 WhatsApp / Enquiry no. : ৭৯৮০৩২৬৭৩৫ (7980326735)

লেখা শুধুমাত্র মেল বডিতে টাইপ করেই পাঠাতে হবে। অন্য কোনো ভাবে লেখা পাঠালে তা গ্রাহ্য করা হবে না।




©️সাত ফোড়ন পত্রিকা || 2021


26 views0 comments
Post: Blog2_Post
bottom of page