top of page
Search

📯💐🌸 লেখা আহ্বান || জুন সংখ্যা || বর্ষপূর্তি 🌸💐📯




🌐★সাত ফোড়ন বাংলা ই-পত্রিকা★🌐


।। জুন মাসে প্রকাশিত সংখ্যার নাম " বর্ষপূর্তি "।।


দেখতে দেখতে আপনাদের সকলের প্রিয় সাত ফোড়ন পত্রিকা পা রাখতে চলেছে তৃতীয় বর্ষে। যা আপনাদের সকলের এত ভালবাসা ছাড়া কোনদিনও সম্ভব হত না। তাই এই বর্ষপূর্তি-তে পত্রিকার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য।


এই সংখায় লেখার প্রধান বিষয় বাংলা ভাষা, লিটিল ম্যাগাজিন, পত্রিকা, বাংলা পত্রিকার সেকাল একাল, এখনও বাঙালির জিবনে ম্যাগাজিনের গুরুত্ব।


এছাড়া যে বিষয়গুলোতে লেখা নেওয়া হবে–


⭕ || ১. কবিতা ২. ছড়া ৩. অণুগল্প ৪. ছোটগল্প ৫. গল্প ৬. মায়ের চিঠি, খোকা খুকির চিঠি ৭. প্রবন্ধ ৮. আবেগের কলমে ৯. ছবি ও ধারণা ১০. মুক্তগদ্য ১১. ভ্রমণ কাহিনী ১২. প্রেমের গল্প ১৩. ক্যালিগ্রাফি ১৪. রান্না ও রেসিপি ১৫. ভৌতিক গল্প ১৬. রূপকথা ১৭.ফ্যাশন ও বিনোদন ||

⭕ ইত্যাদি।


🟡 এবারের সংখ্যায় লেখা দেওয়ার নিয়মাবলী 🟡


🔲 লেখা অবশ্যই টাইপ করে অথবা ডক ফাইলে পাঠাবেন।
🔲 কোনো বিষয়ের লাইন বা শব্দের কোনো সীমাবদ্ধ নেই।
🔲 যৌনতা সংক্রান্ত কোন লেখা আমাদের পত্রিকায় গ্রাহ্য করা হবে না।
🔲 লেখা অবশ্যই অপ্রকাশিত হওয়া জরুরী। প্রকাশিত কোনো লেখা গ্রহণযোগ্য নয়।
🔲 তবে কেউ যদি পূর্বে প্রকাশিত লেখা পুনরায় দেয় তবে সম্পাদক দায়ী থাকবেন না।
🔲 লেখার সাথে আপনার নাম, ছবি ও বিবরন দিতে ভুলবেন না।
🔲 সম্পাদক-এর সিদ্ধান্তই চূড়ান্ত।

লেখা প্রকাশিত হলে, সম্পাদকের প্রিয় কিছু লেখা সাত ফোড়ন এর পক্ষ থেকে পাবেন সন্মাননা পত্র। এ ছাড়াও বাৎসরিক সেরা লেখক, লেখিকা পেয়ে যাবেন পত্রিকার পক্ষ থেকে উপহার ও সন্মাননা পত্র।


১লা এপ্রিল প্রকাশিত পত্রিকাটি সংগ্রহ করতে ক্লিক করুন





ম্যাগাজিনটি ওয়েবসাইটে ও অ্যান্ড্রয়েড অ্যাপ এ প্রকাশকাল: প্রতি মাসের ১লা তারিখ ।



পাঠিয়ে দিন আপনার পছন্দের লেখাটি 👇🏻


লেখা বা অন্য বিষয় জমা দেবার শেষ তারিখ ১৭ ( প্রতি মাসের )


📧আমাদের email id : satforonmagazine@gmail.com


📳 WhatsApp / Enquiry no. : ৭৯৮০৩২৬৭৩৫ (7980326735)

লেখা শুধুমাত্র মেল বডিতে টাইপ করেই পাঠাতে হবে। অন্য কোনো ভাবে লেখা পাঠালে তা গ্রাহ্য করা হবে না।




©️সাত ফোড়ন পত্রিকা || 2021


100 views0 comments
Post: Blog2_Post
bottom of page